Posts

Showing posts with the label স্বরণীয় ট্রেন ভ্রমন

ট্রেন ভ্রমন

Image
                                                রিমি                                               বিদ্যুৎ স্যার আমার নাম রিমি। ইউনিভার্সিটিতে প্রথম বর্ষের ছাত্রী। বয়স ১৯, যৌবনের প্রথম ধাপে আছি বলা যায় এখনো। আজ আমার জীবনের স্বরণীয় এক রাতের গল্প বলব এখানে। সারাদিনের দৌরাদৌরিতে অনেক ক্লান্ত ছিলাম। একটা স্লিভলেস ঢিলেঢালা ফতোয়া টপস্ আর সুতির সালয়ার পরায় অনেকটারিলাক্স লাগছিল। তার ওপর ট্রেনের ঝিকঝিক শব্দ, গ্রীষ্মের গুমোট গভীর রাতের নিস্তব্দতায় উদাসীন মনে আবেগের মৃদু দোলা এই ক্লান্তিকে আরো একটুউপভোগ্য করে তুলেছে। বগিতে গুমোট একটা আদ্র হাওয়া। ট্রেনের রাতের জার্নিতে জানালা খোলা যায় না বিধায় গরমটাভালোই লাগছিল। তারপরও ট্রেনের ঝাকুনি আর শোভন চেয়ারের মসৃণ আরামদায়ক চেয়ার আমার তুলতুল দেহে আরওতুলতুল করে চাপ দিচ্ছিল, ঘুমঘুম চেতনা মস্তিস্ক...